ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা দেবে ‘নগদ’

প্রকাশিত: ১১:৪৩, ২৬ মার্চ ২০২০

সরকারী ছুটিতেও নিরবচ্ছিন্ন সেবা দেবে ‘নগদ’

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ সরকারী ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। জনগণের দুর্ভোগ কমাতে ‘নগদ’-এর কর্মীরা আগের মতো সেবা প্রদান করবে। বাংলাদেশ ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র বলেছেন, দেশের জনগণের সেবার জন্য ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’-এর কর্মীরা অন্য সময়ের মতো নিরবচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করবে। ছুটির সময়ে আর্থিক কোন সমস্যায় যেন কাউকে পড়তে না হয়, সে জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোন ক্যাশ আউট চার্জ না নেয়ার জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো (এমএফএস) নির্দেশনা দিয়েছে। সাধারণ জনগণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ‘নগদ’ প্রথম ১ হাজার টাকা ক্যাশ আউটে কোন চার্জ নিচ্ছে না। যদিও দেশের অন্য কোন এমএফএস অপারেটর বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি এখনও কার্যকর করেনি। -বিজ্ঞপ্তি
×