ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিট সংগ্রহে সরকারকে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব

প্রকাশিত: ১১:৪৩, ২৬ মার্চ ২০২০

কিট সংগ্রহে সরকারকে ২৫ লাখ টাকা দিল রিহ্যাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনাভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লাখ টাকার সহযোগিতা করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি। সঙ্কটকালীন সময়ে সরকারের কাছে কোন ধরনের কোন দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এই সঙ্কট মোকাবেলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান রিহ্যাব প্রেসিডেন্ট।
×