ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিপলস লিজিং বন্ধের মেয়াদ ১৬ দফা বাড়ল

প্রকাশিত: ১১:৪০, ২৬ মার্চ ২০২০

পিপলস লিজিং বন্ধের মেয়াদ ১৬ দফা বাড়ল

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ২৭ মার্চ থেকে ১৬ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, গত ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে ১৩ থেকে ২৭ আগস্ট করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার রেনেটার ব্লক মার্কেটে লেনদেন ২৩৬ কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে রেনেটা লিমিটেড। ওষুধ-রসায়ন খাতের কোম্পানিটি ২৩৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ব্লক মার্কেটে। সূত্র জানায়, বুধবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ২৩ হাজার ৩৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩৭ কোটি ৬৭ লাখ টাকা। কোম্পানিগুলোর মধ্যে এসকে ট্রিমস ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×