ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ঝুঁকি

ফসলের মাঠে দলবেঁধে কাজ করছে শ্রমিকরা

প্রকাশিত: ১১:১৮, ২৬ মার্চ ২০২০

ফসলের মাঠে দলবেঁধে কাজ করছে শ্রমিকরা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৫ মার্চ ॥ লালমনিরহাটের কৃষি শ্রমিক, পাথর ভাঙ্গা শ্রমিকদের মাঝে বাড়ছে করোনা ঝুঁকি। গ্রামের মানুষের মাঝে নেই করোনা নিয়ে সচেতনতা। ফসলের মাঠে নারী পুরষ দলবেঁধে কাজ করছে। করোনাভাইরাস প্রতিরোধে ন্যূনতম ব্যক্তিগত কোন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। সবকিছু চলছে স্বভাবিকভাবে। সরকার করোনা প্রতিরোধে ১০ দিনের সরকারী ছুটি দিয়ে ঘরে থাকতে বলেছে। সামাজিক যোগাযোগ রক্ষায় নিরুৎসাহিত করতে সারাদেশকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। কোথাও কোথাও লকডাউন জারি হয়েছে। কিন্তু উত্তরের লালমনিরহাট জেলায় করোনাভাইরাস নিয়ে জনসাধারণের মাঝে তেমন কোন উদ্বেগ দেখা যাচ্ছে না। সরকারের নির্দেশ অমান্য করে চাকরিজীবীরা দলবেঁধে ফিরছে গ্রামের স্বজনদের কাছে। তারা বাড়ি ফিরে এসে ঘুরে বেড়াচ্ছেন হাট বাজার ও আত্মীয় স্বজনদের বাড়িতে বাড়িতে। করোনা আতঙ্ক তাদের ছুঁতে পাড়েনি। যেন কোন উৎসবে বাড়ি এসেছেন। তারা মনে করছে করোনাভাইরাস হতে তিনি নিরাপদ আছেন। এ ভাইরাস তাকে আক্রান্ত করবে না। অন্যকে ধরতে পারে।
×