ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হজ নিবন্ধন ৮ এপ্রিল পর্যন্ত বাড়ল

প্রকাশিত: ১১:১৭, ২৬ মার্চ ২০২০

হজ নিবন্ধন ৮ এপ্রিল পর্যন্ত বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম আগামী ৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২৫ মার্চ বুধবার নিবন্ধনের শেষ দিন। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বেসরকারী ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধনের সময় বিমান ভাড়া এবং সার্ভিস চার্জ বাবদ এক লাখ ৫১ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অন্য কোন ব্যয় বাবদ অর্থ গ্রহণ করা যাবে না। অবশিষ্ট অর্থ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জমা দেয়ার জন্য হজযাত্রীকে প্রস্তুত রাখতে হবে। নিবন্ধনের সময় হজযাত্রী এবং এজেন্সিকে আবশ্যিকভাবে নগদ লেনদেন পরিহার করতে হবে। কোন অবস্থাতেই মধ্যস্বত্বভোগী বা তথাকথিত গ্রুপ লিডারের মাধ্যমে লেনদেন করা যাবে না। ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, নিবন্ধনের সময় হজযাত্রীর জমা দেয়া অর্থ শুধু হজ কার্যক্রমেই ব্যয় করতে হবে। নিবন্ধন ভাউচারের মাধ্যমে ব্যাংকে টাকা জমা প্রদান করে নিবন্ধন করতে হবে। হজযাত্রী কর্তৃক এজেন্সির ব্যাংক হিসাব ব্যতীত কোনভাবে নগদ লেনদেন করা হলে এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। নিবন্ধনের সময় হজযাত্রী কর্তৃক জমা দেয়া অর্থ হজ কার্যক্রম ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। নিবন্ধনের জন্য জমা দেয়া অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা ব্যতিরেকে কোন অবস্থাতেই উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত সৌদি আরবে বাড়ি ভাড়া বা অন্য কোন খাতে ব্যয়ের জন্য অর্থ পাঠানো যাবে না এবং বাংলাদেশেও বিমান ভাড়া বা অন্য খাতে অর্থ ব্যয় করা যাবে না। বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে হজযাত্রী পাঠানো সম্ভব না হলে সংশ্লিষ্ট এজেন্সিকে জমাকৃত অর্থ হজযাত্রীকে ফেরত দিতে হবে।
×