ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘করোনাকে জয় করতে হবে’

আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জাপার

প্রকাশিত: ১১:১৬, ২৬ মার্চ ২০২০

আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জাপার

স্টাফ রিপোর্টার ॥ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, করোনাভাইরাসের কারণে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআরের পরামর্শ মেনে চলুন। এদিকে ওয়ার্কার্স পার্টি বলছে, স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়লাভ করতে হবে। বুধবার জাপা ও ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান ও তাৎপর্যপূর্ণ এই দিনে আমি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীকে প্রাণঢালা অভিনন্দন ও ভালবাসা জানাচ্ছি। এক বাণীতে জিএম কাদের বলেন, গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি বাঙালী জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যিনি বাঙালী জাতির মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়ে সারাজীবন নিবেদিত ছিলেন বাঙালীর অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ-সামাজিক উন্নয়নে। তিনি বলেন, বিন¤্র চিত্তে স্মরণ করছি ৩০ লাখ বীর শহীদদের। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। সশ্রদ্ধ সালাম সেইসব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনবাজি রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য। জাপা চেয়ারম্যান বলেন, পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের উন্নয়নে যার অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম বাঙালীর জীবনে অবিনশ্বর চেতনা। যুদ্ধ করে বিজয় অর্জন করব- ওয়ার্কার্স পার্টি ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে স্বাধীনতা দিবসে দেশবাসীকে গভীর অভিনন্দন জানিয়েছেন এবং যারা এই স্বাধীনতা আনতে গিয়ে বিভিন্ন সংগ্রামে বিশেষ করে পঁচিশে মার্চের কালো রাতের গণহত্যায় এবং মুক্তিযুদ্ধের ৯ মাসে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে এক অবরুদ্ধ অবস্থায় এই স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে।
×