ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিবচরে অবরুদ্ধ এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

প্রকাশিত: ১১:০৯, ২৬ মার্চ ২০২০

শিবচরে অবরুদ্ধ এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

প্রশাসন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ মার্চ ॥ মাদারীপুরে ১০ জন আক্রান্তের খবরে আতঙ্ক বেড়েছে সর্বত্র। এতে মাদারীপুরের সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন অতিবাহিত করছে। এদিকে করোনা সংক্রমণ ঝুঁকিতে থাকা মাদারীপুর শহর ও আশপাশের এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার বিকেলে বন্ধ করে দিল পুলিশ। জেলা পুলিশের একাধিক টিম বিকেল সাড়ে চারটার দিকে মোটরসাইকেল ও পুলিশের পিকআপ গাড়ি নিয়ে ঘুরে ঘুরে শহরের রাস্তার দুই পাশে থাকা দোকানগুলো বন্ধ করে দেয়। করোনা ভাইরাসের প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য দুপুরে সেনাবাহিনীর টিম মাদারীপুরে পৌঁছেছে। বুধবার সকাল থেকে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্র থেকে। আইইডিসিআর জানায় মাদারীপুর চরম করোনা ঝুঁকিতে রয়েছে। এ পর্যন্ত মাদারীপুর জেলায় ১০ জন আক্রন্ত হয়েছে। এ খবর মাদারীপুরের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ায় মানুষ এখন আরও চরম আতঙ্গে দিন অতিবাহিত করছে।
×