ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাজার হাজার যাত্রী ফেরি ট্রলার নৌকায় ভোলায় ছুটে আসছে

প্রকাশিত: ০৯:০১, ২৫ মার্চ ২০২০

হাজার হাজার যাত্রী ফেরি ট্রলার নৌকায় ভোলায় ছুটে আসছে

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ করোনা প্রতিরোধে সকলকে ঘরে থাকার কথা বলা হলেও তা উপেক্ষা করে দ্বীপজেলা ভোলায় সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ¯্রেেতর মতো মানুষ প্রবেশ করছে। ভয়ভীতি উপেক্ষা করে করোনা ভাইরাসের চরম ঝুঁকি নিয়ে ফেরি, নৌকা ও ট্রলার য়োগে হাজার হাজার মানুষ দ্বীপজেলা ভোলায় প্রবেশ করায় স্থানীয়দের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। আজ বুধবার সকালে লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর ঘাট থেকে বিআইডব্লিউটিসির একটি ফেরিতে ভোলার ইলিশা ঘাটে এসেছে প্রায় ৭ হাজার যাত্রী। দিনভর একইভাবে নৌকা, ট্রলার ও স্পীডবোটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোলায় যাত্রী আসলেও তাদের নিয়ন্ত্রণে ঘাটগুলোতে কোন প্রশাসন ও আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তেমন কোন পদক্ষেপ দেখা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর থেকে ইলিশা ঘাটে ফেরি আসার পর সকাল সাড়ে ৮ টা থেকে ভোলা- ইলিশা ফেরিঘাটের রাস্তায় হাজার হাজার মানুষকে দলবেঁধে ছুটতে দেখা যায়। ঈদেও মতো মানুষের ঢল নামে। সরকারি ছুটির ঘোষণায় ঢাকা,চট্রোগ্রাম,লক্ষীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের করোনা ভাইরাস প্রতিরোধের কোন ব্যবস্থাই ছিলোনা। এমনটি অধিকাংশরই দেখা গেছে মাস্ক বিহীন হাতে গ্লাভস নেই। তাদেও দেখা মনে হয় তারা যেন এক উৎসব আমেজ করার জন্য গন্তব্যে ছুটছেন।
×