ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাত না ধুয়ে কেউ উপজেলা শহরে ঢুকতে পারবে না

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ মার্চ ২০২০

হাত না ধুয়ে কেউ উপজেলা শহরে ঢুকতে পারবে না

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ হাত না ধুয়ে কেউ উপজেলা শহরের ঢুকতে পারবে না এমন নির্দেশ উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের। করোনা ভাইরাসের প্রভাব থেকে সাধারণ মানুষকে রক্ষায় এ নির্দেশনা দেন তারা। হাত ধুয়ে উপজেলা শহরে প্রবেশের জন্য মঙ্গলবার রাতে শহরের মোড়ে মোড়ে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করা হয়েছে। বুধবার গ্রামাঞ্চলের সাধারণ মানুষ হাত ধুয়ে শহরে প্রবেশ করছে। জানাগেছে, করোনা ভাইরাস প্রতিরোধ আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মতিয়ার রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে মানুষকে সচেতন করা, মাইকিং, সভা সমাবেশ নিষিদ্ধ, বেশী লোক এক স্থানে জড়ো না হওয়া এবং চায়ের দোকান ভীড় না করা ও বাড়ীতে অবস্থান করা। বুধবার আমতলী সাপ্তাহিক হাটের দিন। এই দিন আমতলী বাজারে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে কয়েক হাজার লোকের জমায়েত হয়। কিন্তু ইউএনও ও পৌর মেয়রের প্রচেষ্টায় তেমন লোক সমাগম হয়নি। গ্রামাঞ্চলের অসচেতন মানুষকে সচেতন করতে এবং করোনা ভাইরাসের প্রভাব থেকে নিরাপদ রাখতে ইউএনও মনিরা পারভীন ও পৌর মেয়র মতিয়ার রহমানের যৌথ উদ্যোগে উপজেলা বিভিন্ন সরকারী দফতর ও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করা হয়েছে। উপজেলা শহরের উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ভুমি অফিস, আমতলী থানা, উপজেলা কৃষি অফিস, সোনালী ব্যাংক এলাকা, সমাজসেবা অফিস, পৌর শহরে প্রবেশ মুখ বাঁধঘাট চৌরাস্তা, একে স্কুল মোড়, আল-হেলাল মোড় ও আমতলী পৌরভবনের সামনে হ্যান্ড স্যানিটারাইজ স্থাপন করা হয়েছে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ উপজেলা শহরের প্রবেশ করতেই হাত ধুয়ে প্রবেশ করছে। ইউএনও মনিরা পারভীন ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। চাওড়া চালিতাবুনিয়া গ্রামের মোতালেব মিয়া বলেন, হাত ধুয়ে শহরে প্রবেশ করেছি। এটা একটা ভালো উদ্যোগ। রিক্সা চালক মোঃ মাসুম বিল্লাহ বলেন, সারাদিন রিক্সা চালাই। কিন্তু হাত ধোয়ার সময় পাইনা। এখন হাত ধোয়ার ব্যবস্থা করায় ভালো হয়েছে। আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, বুধবার হাটের দিন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ পৌর শহরে প্রবেশ করছে। তাদের সচেতন করতে এবং করোনা ভাইরাসের হাত থেকে তাদের রক্ষায় শহরে প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে করোনার প্রভাব থেকে নিরাপদ রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
×