ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় চিকিৎসক-নার্সসহ আরো ৯ জন হোম কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৪:১৪, ২৫ মার্চ ২০২০

পাবনায় চিকিৎসক-নার্সসহ আরো ৯ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগি করোনা ভাইরাসে আক্রান্ত্র সন্দেহে তাকে কোয়ারেন্টাইনে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। তাকে চিকিৎসা দেয়া চিকিৎসক নার্সসহ ৯ জনকে ও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। আজ বুধবার সকালে পাবনার সিভিল সার্জন বিষয়টি গণমাধ্যম কর্মীদের কাছে নিশ্চিত করেছেন। পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার শাফিকুল হাসান জানান, জ্বর, কাশি ও শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে ২২ বছরের ঐ যুবক মটর মেকানিক্স বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন ধরে তিনি জ¦র ও সর্দি কাশিতে ভুগছিলেন। তার এক্সরে তে কিছু জটিলতা দেখা দেয়ায় তাকে চিকিৎসকরা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল জানান, ঐ রোগীকে আমরা শুধুমাত্র সন্দেহ করছি। সে বিদেশ ফেরত নয় এমনকি বিদেশ প্রত্যাগত কারো সংস্পর্শে আসেনি। তবে প্রাথমিক লক্ষণ দেখে সন্দেহজনক হিসাবে তাকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাকে চিকিৎসা দিয়েছেন যেসব চিকিৎসক ও নার্স তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
×