ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেশবপুরে বিদেশ ফেরা ৬শ’৬৭ জনরে মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছে মাত্র ৬১ জন

প্রকাশিত: ০৪:০০, ২৫ মার্চ ২০২০

কেশবপুরে বিদেশ ফেরা ৬শ’৬৭ জনরে মধ্যে কোয়ারেন্টাইনে রয়েছে মাত্র ৬১ জন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ কেশবপুরে বিভিন্ন দেশ থেকে ৬শ’৬৭ জন দেশে ফিরে আসলেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মাত্র ৬১ জনকে। বাকীদের সংর্স্পশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে জনগণ উদ্বিন্ন হয়ে পড়ছেন। করোনাভাইরাস মোকাবলোয় হাসপাতাল র্কতৃপক্ষ ইতোমধ্যে ১শ’৫০ জন রোগীকে রাখার মতো জায়গা প্রস্তুত করে রেখেছেন। তবে কেশবপুরে এখনো করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি। হাসপাতাল ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার পর্যন্ত কেশেবপুর পৌরসভাসহ উপজলোর বিভিন্ন অঞ্চলে মোট ৬১ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই বিদেশ থেকে এসেছেন। বাড়িতে থাকা এসব ব্যক্তির ব্যাপারে হাসপাতাল র্কতৃপক্ষ এবং উপজেলা প্রশাসন নিয়মিত যোগাযোগ ও খোঁজ খবর রাখছেন। স্বাস্থ্য অধদিপ্তররে নির্দেশে কেশবপুরে ১শ’৫০ জন আক্রান্ত রোগী রাখার জায়গা প্রস্তুত করে রাখা হয়েছে। এর মধ্যে কেশবপুর হাসপাতালে ৮ জন, হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ৪২ জন ও শহররে কেশবপুর পাইলট মাধ্যমকি বালিকা বিদ্যালয়ে ১’শ জন আক্রান্ত রোগী রাখার জায়গা করা হয়েছে। যদিও কেশবপুরে এখনো কোন করোনা আক্রান্ত রোগির সন্ধান পাওয়া যায়নি। করোনা মোকাবেলায় যশোররে জেলা প্রশাসক মোহাম্মদ শফউিল আরফি ২২ মার্চ কেশবপুর উপজলো পর্যায়ের সকল র্কমর্কতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজরে প্রতিনিধিদের সাথে মতবনিমিয় সভা করছেনে। ওই সভায় তিনি জানান বিদেশ থেকে ইতোমধ্যে ৬শ’৬৭ জন কেশবপুরে ফিরে এসেছেন। এর মধ্যে মাত্র ৩২ জনকে হোম কোয়ারন্টোইনে রাখা হয়েছে। বুধবার পর্যন্ত আরও ২৯ জনকে হোম কোয়ারন্টোইনে যুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসনরে উদ্যোগে পৌরসভাসহ ১১টি ইউনয়িনে করোনা ভাইরাস মোকাবেলায় ১০ সদস্যের মোট ১২টি টিম গঠন করা হয়েছে। কেশবপুর উপজলো স্বাস্থ্য ও পরবিার পরকিল্পনা র্কমর্কতা ডাক্তার আলমগীর হোসনে জানান, কেশবপুরে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সঠিকভাবে কোয়ারেন্টাইন মানছে কিনা তা তদারকি করতে হাসপাতাল ও উপজেলা প্রশাসন র্কতৃপক্ষ র্সাবক্ষণিক দৃষ্টি রাখছে। কোয়ারেন্টাইনে ৬১ জনের মধ্যে ২ জন কোয়ারেন্টাইন ভঙ্গ করায় ভ্রাম্যমান আদালত তাদরেকে ১৫ হাজার টাকা জরিমানাও করেছে। উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান বুধবার জনকণ্ঠকে জানান, ৬শ ৬৭ জন বিদেশ ফেরা মানুষের মধ্যে ৬১ জনকে কোয়ারেন্টাইনের আওয়াতায় আনা হয়েছে। বাকিদের আনার জন্য জোর প্রচেষ্টা চলছে। সঠিক তালিকা না থাকায় তাদের খুঁজে রেব করতে একটু সময় লাগছে। তিনি আরও জানান, কেশবপুরে যারা কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের মধ্যে কারোর করোনায় আক্রান্তের কোন লক্ষন দেখা যায়নি এবং কেশবপুরে এখনো পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হয়নি। করোনা প্রতিরোধে সকল ধরনের চেষ্ঠা করা হচ্ছে।
×