ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার

প্রকাশিত: ০২:৩৬, ২৫ মার্চ ২০২০

সুনামগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ জেলা শহরসহ ১১ উপজেলা সদর ও গ্রামগঞ্জের জনগুরুত্বপুর্ণ হাটবাজারগুলোতে ঔষধের দোকান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দোকানপাঠ খোলা রেখে বাকি সব ধরনের দোকানপাঠ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে তৎপর হতে দেখা গেছে। তাদের সহযোগী হয়ে কাজ করছে বিভিন্ন সামাজিক সংগঠন। শহরের ছোট খাটো রিক্রা, ভ্যানগাড়ি চলাচলে ও পুলিশ বাধা দিচ্ছে। তাদের নিজনিজ বাড়িতে থাকতে পরামর্শ দিচ্ছেন তারা। তবে জেলা ও উপজেলা শহর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে পুলিশ বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে সাধারন মানুষজনকে মাস্ক ব্যবহারের পাশাপাশি অধিক গুরুত্বপুর্ণ কাজ ছাড়া ঘরের বাহিরে বের হতে নিষেধ করছেন। ফলে শহরের বিভিন্ন রাস্তায় দোকানপাঠ বন্ধ করে দিয়েছেন দোকান মালিকরা। শহরগুলো ও বলতে গেলো মুলত জনমানবশূণ্যই হয়ে পড়েছে। সবার মনে এক ধরনের অজানা আতংঙ্ক বিরাজ করছে। সাধারন মানুষজন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে ও বের হচ্ছেন না। আর যারা বের হচ্ছেন প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে গত চলতি মাসের ১ তারিখ (১ মার্চ-২৫ মার্চ) আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রায় ২ হাজার ৩৪৫ জন প্রবাসীরা জেলায় অবস্থান করছেন। তবে জেলার জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, দিরাই উপজেলায় প্রবাসীরা বেশী রয়েছেন বলে প্রশাসন জানিয়েছেন। এসব উপজেলায় নিজ বাড়িতে এরমধ্যে ৪৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জেলা পুলিশ প্রশাসন নিশ্চিত করেছে। সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন জানিয়েছেন, করোনাভাইরাস যাতে মহামারী আকার ধারন করে সেই তার সবধরনের পদক্ষেপ নেয়া আছে। এপর্যন্ত সুনামগঞ্জ জেলার কোন লোক এই রোগে আক্রান্ত কিংবা মারা যায়নি। জেলা সদর হাসপাতালের আসোল্যাশন ওয়ার্ড ২৪ ঘন্টা চালু রাখা হয়েছে। তবে এখনপর্যন্ত কোন রোগী ভর্তি হয়নি আসোল্যাশন ওয়ার্ড।
×