ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় ধারাবাহিকতা ভাঙলো প্রাচ্যনাটের ‘লাল যাত্রা’র

প্রকাশিত: ০১:৩৪, ২৫ মার্চ ২০২০

করোনায় ধারাবাহিকতা ভাঙলো প্রাচ্যনাটের ‘লাল যাত্রা’র

অনলাইন ডেস্ক ॥ গত এক দশক ধরে নিয়মিতভাবে ‘লাল যাত্রা’র মাধ্যমে শহীদদের স্মরণ করে আসছে নাট্যদল প্রাচ্যনাট। আর সেটি ২৫ মার্চের ভয়াল কালোরাত’কে স্মরণ করে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার এ আয়োজন বাতিল করেছে দলটি। ফলে এক দশকের এই পথচলায় প্রথমবার ছন্দপতন হলো। প্রাচ্যনাটের মুখ্য সম্পাদক তৌফিকুল ইমন বলেন, গত দশ বছর ধরে ২৫ মার্চের ভয়াল কালোরাত স্মরণে বিশেষ আয়োজন ‘লাল যাত্রা’ পালন করে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা কোথাও জনসমাগম করছি না। ফলে এ বছরে ‘লাল যাত্রা’ আয়োজিত হচ্ছে না।
×