ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ার সেনা ও জনতার প্রতিরোধে পিছু হটলো মার্কিন সামরিক বহর

প্রকাশিত: ০১:২৩, ২৫ মার্চ ২০২০

সিরিয়ার সেনা ও জনতার প্রতিরোধে পিছু হটলো মার্কিন সামরিক বহর

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে সরকারি সেনা এবং সাধারণ মানুষের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকার সামরিক বহর। সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কারণে এসব মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ ও ক্ষিপ্ত হয়ে রয়েছে। সম্প্রতি সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেশটির সেনারা মার্কিন সামরিক ব্যবস্থা থামায়। বহরে এগারটি সাঁজোয়াযান ছিল এবং বহরটি আল-কামিশলি শহরের নিকটবর্তী হামো গ্রামের কাছ দিয়ে যাচ্ছিল। সিরিয়ার সেনারা মার্কিন বহর থামানোর পর স্থানীয় লোকজন মার্কিন সেনাদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে এবং পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে মার্কিন সেনারা পিছু হটে। এর আগে গত ৮ মার্চ সিরিয়ার সরকারি সেনারা তাল-আমর শহরের কাছে আমেরিকার একটি সামরিক বহর আটকে দেয় এবং একইভাবে জনগণের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। ওই বহরে ছিল সাতটি সাঁজোয়া যান। এর দুইদিন আগে একই এলাকার রুমাইলান আল-বাশা গ্রামের লোকজন জনগণ মার্কিন সেনাদের উপর হামলা চালায়।
×