ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের চরম দুর্ভোগ

প্রকাশিত: ০০:৪৩, ২৫ মার্চ ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যাজটের সৃষ্টি হয়েছে। এই যানজটে আটকা পড়েছে করোনার প্রভাবে ১০ দিনের বন্ধে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী। মঙ্গলবার রাত থেকে চন্দ্রা থেকে পাকুল্যা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ১৪ ঘন্টা ব্যাপী দীর্ঘ যানজটের পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। আজ দুপুর সাড়ে বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত ১৪ ঘন্টা স্থায়ী ভয়াবহ এই যানজটে আটকে পড়া হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে সরকারি বেসরকারি অফিস আদালত ১০ দিনের বন্ধ ঘোষণায় রাজধানী থেকে একযোগে মানুষ বাড়ি ফিরতে মহাসড়কে হুমরি খেয়ে পড়ে। এতে মহাসড়কে যানবাহনের চাপও কয়েকগুণ বেড়ে যায়। এছাড়া মহাসড়কের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা ও কদিমধল্যায ৬ লেনের আন্ডারপাসের কাজ চলমান থাকায় এবং রাস্তার ওই অংশে খানাখন্দকের সৃষ্টি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে মির্জাজপুর হাইওয়ে পুলিশ জানিয়েছেন। মঙ্গলবার রাত ১২ টায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসের যাত্রী মো: আলম মিয়া জানান, করোনার কারণে ১০ দিনের ছুটি হওয়ায় গ্রামে বাড়ি যাচ্ছি। তবে রাত থেকে যানজটে ৭/৮ ঘন্টা ধরে আটকা আছেন তিনি। ট্রাক চালক বাদশা মিয়া বলেন, মঙ্গলবার সন্ধা ৬ টায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার সকাল ৬ টায় তিনি মির্জাপুর পর্যন্ত এসেছেন। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান মহাসড়কে হঠাৎ গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে সকাল ১১ টার পর যানচলাচল স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।
×