ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ০৫:৫২, ২৪ মার্চ ২০২০

অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ

অনলাইন রিপোর্টার ॥ সড়ক, নৌ ও রেলপথে যোগাযোগ বন্ধের পর এবার অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন। বিমান সূত্রে আরও জানা গেছে, বিমানের ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। আর ঢাকা-যশোর-ঢাকা, ঢাকা-রাজশাহী-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা বন্ধ থাকবে ২৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। ঢাকা-বরিশাল-ঢাকা ফ্লাইট বন্ধ থাকবে ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। ঢাকা-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট বিজি৬০১/৬০২ বন্ধ থাকবে ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। আর ফ্লাইট বিজি৪০১/৪০২ বন্ধ থাকবে ২৯ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের সব ফ্লাইট ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
×