ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীন থেকে ১০ হাজার কিট ও ১০ হাজার পিপিই আসছে ২৬ মার্চ

প্রকাশিত: ০৫:১৭, ২৪ মার্চ ২০২০

চীন থেকে ১০ হাজার কিট ও ১০ হাজার পিপিই আসছে ২৬ মার্চ

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্বের মত বাংলাদেশও আতঙ্কিত । এই ভাইরাস প্রতিহত করতে চাই যথাযথ মেডিক্যাল সামগ্রী। তাই করোনাভাইরাস শনাক্তে চীন থেকে কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার আগামী ২৬ মার্চ দেশে এসে পৌঁছাবে। আজ মঙ্গলবার ঢাকার চীন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। চীন দূতাবাস জানায়, চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিক্যাল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই, এবং এক হাজার থার্মোমিটার। আগামী ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ প্লেনে এ সরঞ্জামাদি ঢাকায় পৌঁছাবে। চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে এসব সামগ্রী আসছে।।এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল।
×