ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী আর্সেনাল কোচ

প্রকাশিত: ০১:১৫, ২৪ মার্চ ২০২০

করোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী আর্সেনাল কোচ

অনলাইন ডেস্ক ॥ করোনার থাবা থেকে রক্ষা পায়নি ক্রীড়াঙ্গনও। প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ স্তব্ধ তরে দিয়েছে ক্রীড়া জগতকে। বাতিল হয়েছে ক্রিকেট-ফুটবলের অনেক ম্যাচ, আক্রান্ত হয়েছেন তারকা খেলোয়াড়-কোচও। তবে কভিড-১৯’কে জয় করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা। সোমবার তিনি নিজেই জানালেন, আগের চেয়ে অনেক সুস্থ এবং প্রতিকূলতা কাটিয়ে উঠেছেন। ব্রিটিশ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে অনেক সুস্থ রয়েছি। মনে হচ্ছে, আমি সেই সংক্রমণ কাটিয়ে উঠতে পেরেছি।হয়তো আগামী তিন-চার দিনের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরার শক্তি ফিরে পাব।’’ গত মাসে ইউরোপা কাপে অলিম্পিয়াকোস ম্যাচের পরেই আর্তেতার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। আর্তেতা বলেন, ‘‘সব কিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল। শরীরটা ভাল লাগছে না বলে আমি ক্লাবকর্তাদের জানাই। তখনই জানতে পারি, অলিম্পিয়াকোস দলের অনেকের শরীরেই করোনা ভাইরাস ধরা পড়েছে। আমি আর ঝুঁকি না নিয়ে ছুটি ডাক্তারের কাছে। এরপর পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে। আমি কোয়ারেন্টাইনে চলে যাই। এরপর চিকিৎসকরা স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে নির্দেশ দিয়েছেন, তা পালন করেই সুস্থ হয়ে উঠেছি।’’ আর্তেতা করোনা আক্রান্ত হওয়ার পরে সে তালিকায় যুক্ত হয়েছে চেলসির ক্যালাম-হাডসন-ওডোই এর নামও। যার শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল। হাডসন আপাতত চিকিৎসাধীন রয়েছেন।
×