ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস এড়াতে ট্যাক্সি ও অ্যাপক্যাবে ওঠার বিষয়েও সচেতনতার কথা জানাল ‘হু’

প্রকাশিত: ০৯:০৭, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাস এড়াতে ট্যাক্সি ও অ্যাপক্যাবে ওঠার বিষয়েও সচেতনতার কথা জানাল ‘হু’

অনলাইন ডেস্ক ॥ কোভিড-১৯ এড়াতে প্রথম থেকেই বেশ কিছু স্বাস্থ্যবিধি ও অভ্যাস মেনে চলার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। যত দিন এগিয়েছে, রোগের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে এই সব সতর্কতায় যোগ হয়েছে একের পর এক বিষয়। সম্প্রতি ট্যাক্সি ও অ্যাপক্যাবে ওঠার বিষয়েও সচেতনতার কথা জানাল ‘হু’। কিন্তু কেন এড়াব? কেন এড়াবেন ? কেননা, ট্যাক্সি ও অ্যাপক্যাবে ওঠা যে কোনও মেট্রোপলিটন শহরের ক্ষেত্রেই সমস্যার। এখন বেশির ভাগ বিদেশি মানুষ বাইরে বের হলে এই অ্যাপক্যাবগুলো পছন্দ করেন। ট্যাক্সির বেলাতেও একই ভয়। ওই সিটে যে একটু আগে কোনও আক্রান্ত ব্যক্তি বসে ছিলেন না বা এই ট্যাক্সি বা অ্যাপক্যাব কোনও হাসপাতালে রোগীকে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয়নি, তার কোনও প্রামণ নেই। থেকে যাচ্ছে আরও একটা ফ্যাক্টর। এই ট্যাক্সি বা অ্যাপক্যাবের চালক আক্রান্ত কি না, তা নিয়েও ভয় থেকেই যায়। মনে রাখতে হবে, সাধারণ মানুষের শরীরে এই ভাইরাস ঢুকে এক সপ্তাহ থেকে ১৪ দিন পর্যন্ত চুপ করে থাকে। তাই অসুখের উপসর্গ প্রকাশ পেতে দু’সপ্তাহ অবধি সময় লাগতে পারে। সুতরাং কে আক্রান্ত, কে নন, তা নিয়েও তো সংশয় থাকছেই! তা হলে উপায়? বিশেষজ্ঞদের মতে, একটাই উপায়— সোশ্যাল আইসোলেশন। বাড়িতে থাকুন, বাড়ির খাবার খান, বার বার হাত ধুয়ে নিন, নাকে-মুখে হাত দেবেন না। বাইরে না বেরলে ট্যাক্সি বা অ্যাপক্যাবের প্রয়োজনও নেই। তাই ভাইরাস রুখতে সেরা সমাধান বাড়িতে থাকা। সূত্র : আনন্দবাজর পত্রিকা
×