ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পল্লী অঞ্চলে কৃষি ঋণ বাড়ানোর তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশিত: ০৯:২৮, ২২ মার্চ ২০২০

পল্লী অঞ্চলে কৃষি ঋণ বাড়ানোর তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নভেল করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস শনাক্ত হয়েছে বাংলাদেশেও। বৈশ্বিক বহুমুখী নেতিবাচক আর্থিক অভিঘাতসহ মহামারী করোনার কারণে ভবিষ্যৎ আর্থিক সংকট মোকাবিলাই বড় চ্যালেঞ্জ। এরমধ্যে কৃষি খাতই বাংলাদেশের একমাত্র সহায়ক শক্তি। এজন্য কৃষি উৎপাদন কোনোভাবেই যেন ব্যাহত না হয় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম ত্বরান্মিতকরণের পাশাপাশি পল্লী অঞ্চলে ঋণ প্রবাহ বৃদ্ধির তাগিদ দেয়া হয়েছে। দেশের এই ক্রান্তি লগ্নে কৃষি ও পল্লী ঋণ বিতরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশপাশি পল্লী অঞ্চলে অধিক পরিমাণে কৃষি ঋণ বিতরণের জন্য দেশের কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অশোক কুমার দে জনকন্ঠকে বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে কৃষি খাতই বাংলাদেশের একমাত্র সহায়ক শক্তি। কৃষি খাতের উন্নয়নে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা যেমন বাড়াতে হবে ঠিক সেভাবে বৈশ্বিক বহুমুখী আর্থিক সঙ্কটের মধ্যেই পল্লী অঞ্চলে অধিক পরিমাণে কৃষি ঋণ বিতরণ করতে হবে।
×