ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সব স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ০১:৪৬, ২২ মার্চ ২০২০

সব স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ কমাতে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন শাখার সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রবিবার এক আদেশে জানায়, বাংলাদেশের ভেতরে করোনা ভাইরাসের আরও ছড়িয়ে পড়া রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। একই বিষয়ে জানতে চাইলে স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের সদস্য ড. আলমগীর হোসেন বলেন বিষয়টি তারা এখনও অবহিত নন।
×