ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজপথে চলচ্চিত্র শিল্পীদের হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ

প্রকাশিত: ০৯:৩৮, ২১ মার্চ ২০২০

রাজপথে চলচ্চিত্র শিল্পীদের হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ

অনলাইন রিপোর্টার ॥ করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে বিভিন্ন দেশের তারকারা সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক পোস্ট করে চলেছেন। বসে নেই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে শনিবার দুপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির জন্য র‍্যালি সেই সঙ্গে এফডিসির সামনে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার বিতরণ করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে এই র‍্যালিতে অংশ নেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি নায়ক রুবেল, কার্যকরি সদস্য অরুনা বিশ্বাস, অঞ্জনা, আলেক জান্ডার বো, জেসমিনসহ অনেকেই। এ সময় মিশা সওদাগর বলেন, ‘শিল্পী হিসেবে আমাদের কাজ হচ্ছে মানুষদের সচেতন করা। আমরা র‍্যালি করলাম, মাস্ক বিতরণ করলাম এটা কিন্তু খুব বড় পরিসরে নয়। এই কাজটা করার অর্থ হলো আমরা মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি। সবাই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন। স্যানিটাইজার দিয়ে হাত জিবানুমুক্ত করে নেবেন।’ অরুনা বিশ্বাস বলেন, ‘দেশের যেকোনো কঠিন মুহূর্তে শিল্পীদের এগিয়ে আসা সামাজিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই আমরা এই র‍্যালি করছি। মাস্ক বিলি করছি। যাতে অন্যরা সচেতন হয়। যেকোনো রোগে আক্রান্ত হওয়ার আগে সতর্ক হওয়া উচিত সবার। আশা করি করোনাভাইরাস থেকে সবাই সচেতন হবেন। যেভাবে বিশেষজ্ঞরা চলতে বলছেন সেভাবে চলবেন।’
×