ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস নিয়ে জামালের ভাবনা

প্রকাশিত: ০৯:৩২, ২০ মার্চ ২০২০

করোনা ভাইরাস নিয়ে জামালের ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ৩১ মার্চ নয় বরং আরো ২ মাস বিপিএল ফুটবল স্থগিত রাখা উচিত। এমনটাই মনে করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইঁয়া। এ সময় কোভিড নাইন্টিনকে গুরুত্ব দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন এই মিডফিল্ডার। সেই সাথে ডেনমার্ক ও জার্মানিতে থাকা তার পরিবারকে সতর্ক করেছেন তারকা ফুটবলার জামাল ভুঁইয়া। করোনার প্রভাবে এরই মধ্যে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত করেছে বাফুফে। চলমান পরিস্থিতি বিবেচনায় লিগ স্থগিত রাখার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছে ক্লাবগুলো। যদিও লিগ বন্ধ হওয়ায় অনেকটা স্থবির হয়ে পড়েছে ক্লাবগুলোর ফুটবল কার্যক্রম। করোনা আতঙ্কে বিপর্যস্ত বিশ্ব ক্রীড়াঙ্গন। যার নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে দেশের সব ধরনের ক্রীড়া ক্ষেত্রে। এই কঠিন পরিস্থিতিতে ৩১ মার্চ নয় বরং দীর্ঘ সময় ফুটবল স্থগিত রাখা উচিত। এমনটাই মনে করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। করোনা ভাইরাস বিপদজনক। এই ভাইরাস নিয়ে নিজের দুশ্চিন্তাও কম নয় জামাল ভুঁইয়ার। বাবা-মা আছেন ডেনমার্কে আর জীবনসঙ্গিনী সুদূর জার্মানিতে। দুটি দেশেই করোনা ভয়াবহ রূপ নিয়েছে। তাই পরিবারের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন এই মিডফিল্ডার। এদিকে, দুই একটি ক্লাব ছাড়া বেশির ভাগ ক্লাবই ক্যাম্প স্থগিত করে ফুটবলারদের কয়েকদিনের জন্য ছুটিতে পাঠিয়েছে। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সাইফ স্পোর্টিং আপাতত ফুটবলাদের ক্যাম্পে রাখাটাই নিরাপদ মনে করছেন। করোনার কারণে বিশ্বকাপ বাছাইয়ের বাকী চার ম্যাচ অনিশ্চয়তায় থাকার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন তারকা এই ফুটবলার।
×