ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাবা দিবসে নতুন লুকে মেসি!

প্রকাশিত: ০৯:২২, ২০ মার্চ ২০২০

বাবা দিবসে নতুন লুকে মেসি!

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ সালের পর থেকে গালে দাড়ি যেন সমার্থক শব্দই হয়ে গিয়েছিল লিওনেল মেসির। শখের বশে নাকি জাতীয় দলে ব্যর্থতা স্মরণে রাখতেই শ্মশ্রুমণ্ডিত হয়ে থাকতেন আর্জেন্টাইন মহাতারকা সেটা কেবল তিনিই ভালো জানতেন! যে কারণেই হোক, মেসির গালের সেই দাড়ি আপাতত অতীত। বাবা দিবসে আগের রূপে ফিরে যেন চমকে দিলেন এলএম টেন। করোনাভাইরাসের কারণে ইউরোপজুড়ে খেলাধুলার আসর স্থগিত হয়ে পড়ায় খেলোয়াড়দের হাতে এখন অখণ্ড অবসর। ফুটবলাররা যে যার মতো করে হয় কোয়ারেন্টাইনে, নয়তো স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে আছেন। সময় দিচ্ছেন পরিবারকে। খেলাধুলার বাইরে পরিবার অন্তঃপ্রাণ বলে খ্যাতি আছে মেসির। অবসর সময়ে স্ত্রী, তিন ছেলেকে সময় দিতে পছন্দ করেন বার্সেলোনা অধিনায়ক। স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জ ও তিন ছেলে থিয়াগো, মাত্তেও এবং সিরোকে নিয়ে তার সুখের সংসার। করোনার কারণে গৃহবন্দী থাকলেও সময়টা ভালোই যাচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকার। প্রায় সারাবছর ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয় বলেই হয়তো করোনার কারণে পাওয়া হঠাৎ অবসরটাতে তিন ছেলেকে নিয়ে সময় কাটছে তার। অবসরের সময়টাতে অনেকটা চমকের মতো চলে এসেছে বিশ্ব বাবা দিবস। তাই মেসিও বোধহয় চমকে দিতে চাইলেন ছেলেদের। ২০১৫ সালের পর এই প্রথম দাড়িছাড়া মেসি ও তার তিন ছেলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোকুজ্জ। শিরোনামে লিখেছেন, বিশ্ব বাবা দিবস মেসি। ছেলেদের জন্য দারুণ এক উদাহরণ হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। এই ছেলেরা প্রতিদিন তোমাকে আরও বেশি করে ভালোবাসবে। চলো দিনটা উদযাপন করি। ২০১৫ সালে শখের বশে দাড়ি রাখলেও সে বছর কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর আর দাড়ি কাটেননি মেসি। ২০১৮ সালে অবশ্য খানিকটা ছোট করেছিলেন, তারপরও গালে খোঁচা খোঁচা কিছুটা ছিলই। ২০২০ সালে এসে যেন দাড়ির সঙ্গে সখ্যতা ঝেরে ফেললেন ফুটবলের এই মহাতারকা।
×