ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে বিদেশ ফেরত ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৪৩, ২০ মার্চ ২০২০

সোনারগাঁয়ে বিদেশ ফেরত ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ ॥ বিভিন্ন দেশ থেকে ফেরত এসে কোয়ারেন্টাইনে না থেকে অবাধে চলাফেরার অপরাধে বিদেশ ফেরত ৩ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুর ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত প্রবাসীদের বাধ্যতামুলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধতামুলক করেছেন সরকার। কিন্তু কিছু প্রবাসী দেশে এসে সরকারী নিয়ম না মেনে অবাধে চলাফেলা করছে। যা করোনা ভাইরাসে জন্য ঝুঁকিপুর্ন। এমন অভিযোগে সনমান্দি ইউনিয়নের ইতালী প্রবাসী মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ কাদিরকে ১৮০৬ এর ২৬৯ দন্ডবিধি ধারায় ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের ভাটিচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেনকে ১০ হাজার টাকা ও পৌরসভার হাড়িয়া এলাকার আজিজুল রহমানের ছেলে আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×