ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিগ বন্ধ হলেও চলছে নিয়মিত অনুশীলন

প্রকাশিত: ০৮:১০, ২০ মার্চ ২০২০

লিগ বন্ধ হলেও চলছে নিয়মিত অনুশীলন

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। ক্রিকেটের পর স্থগিত করা হয়েছে ফুটবলও। দুই সপ্তাহের জন্য মাঠে গড়াচ্ছে না প্রিমিয়ার লিগ ফুটবল। যদিও করোনার প্রভাব থেকে বাঁচতে লিগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ। বিশ্ব ক্রীড়াঙ্গন এখন করোনার ভয়ে ভীত। স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলও স্থগিত করা হয়েছে দুই সপ্তাহের জন্য। তবে করোনার মতো মহামারি থেকে রক্ষা পেতে দীর্ঘ সময়ের জন্য লিগ স্থগিত রাখা প্রয়োজন বলে মনে করেন ক্লাব কর্মকর্তারা । এদিকে লিগ বন্ধ হলেও বসে নেই ক্লাবগুলো। নিয়মিতই অনুশীলন করছেন খেলোয়াড়রা। তবে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন খেলোয়াড়রা। এদিকে করোনার কারণে প্রিমিয়াল লিগ স্থগিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া নিয়ে নতুন সমস্যার মুখোমুখি ক্লাবগুলো।
×