ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় স্থগিত নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প

প্রকাশিত: ০৭:৪৫, ২০ মার্চ ২০২০

করোনায় স্থগিত নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনার কারণে স্থগিত হয়ে গেল নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প। পরিস্থিতির উন্নতি হলে আবারো ক্যাম্প চালু হবে বলে জানিয়েছে বাফুফে। ফুটবলারদের মাঝে যাতে করোনার সংক্রমণ না হয়, সে জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণ। এদিকে, এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ফুটবলাররা। মাত্র কদিন আগেও বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে বিচরণ ছিলো নারী ফুটবলারদের। বাফুফে ভবনে ছিলো স্বতস্ফূর্ত পদচারণা। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস থমকে দিয়েছে ক্রীড়াঙ্গন। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে দেশ বিদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট ও লিগ। বন্ধ হয়ে গেছে নারী ফুটবলারদের বহুল কাঙ্খিত লিগও। করোনার সংক্রমণ ঠেকাতে তাই বন্ধ করে দেয়া হল নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্পও। সুটকেস গুছিয়ে তাই বাড়ির পথ ধরেন কৃঞা, সাবিনারা। ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। পরিস্থিতির উন্নতি হলে, আবারো ক্যাম্পে যোগ দিবেন নারী ফুটবলাররা। ক্যাম্প বন্ধ থাকেও নারী ফুটবলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে বাফুফে। আর অভিভাবক সংস্থাটির এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ফুটবলাররা। প্রাণঘাতি করোনার কারণে ঘরে ফিরে গেলেও নিজেদের ফিটনেস ধরে রাখতে সচেতন থাকবেন বলেও জানালেন ফুটবলাররা।
×