ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইটি ডটকম ডেস্ক

জ্যাক মা অনুদান দিচ্ছেন ইউরোপে

প্রকাশিত: ০৭:৪০, ২১ মার্চ ২০২০

 জ্যাক মা অনুদান দিচ্ছেন ইউরোপে

ইউরোপে বিতরণের জন্য ২০ লাখ সুরক্ষা মাস্ক অনুদান দেয়ার অঙ্গীকার করেছেন চীনা ধনকুবের ও আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। অনুদানের প্রথম চালান বেলিজিয়ামে পৌঁছেছে শুক্রবার। করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে পাঁচ লাখ মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে লিয়েজ এয়ারপোর্টে নেমেছে একটি কার্গো প্লেন। প্রথম এই চালানের সরঞ্জাম ইতালিতে পাঠানো হবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে আলিবাবা এবং জ্যাক মা ফাউন্ডেশনস -খবর বার্তাসংস্থা রয়টার্সের। লিয়েজ এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, সামনের দিনগুলোতে এয়ারপোর্টটিতে আরও ফ্লাইট আসবে। ই-কমার্স সরবরাহে আলিবাবার মূল ইউরোপিয়ান হাব হবে এই এয়ারপোর্ট। স্বাস্থ্য শঙ্কার লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আলোচনার সময় জ্যাক মা আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস পরীক্ষার পাঁচ লাখ কিট এবং ১০ লাখ মাস্ক অনুদান দেয়া হবে। বিশ্বের ১৩৫টি দেশ ও অঞ্চলে প্রায় দেড় লাখ মানুষ ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের। এর মধ্যে ইতালিতে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে প্রায় ২০ হাজারে, প্রাণ গেছে অন্তত এক হাজার তিনশ’ মানুষের।
×