ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম ডেস্ক

স্মার্টফোন থেকে কি ছড়াতে পারে করোনাভাইরাস

প্রকাশিত: ০৭:৩৪, ২১ মার্চ ২০২০

স্মার্টফোন থেকে কি ছড়াতে পারে করোনাভাইরাস

করোনা-আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। দরকার ছাড়া পাবলিক প্লেসকে সকলেই জানিয়েছেন বিদায়। কারণ ভারতেও ক্রমাগত বাড়ছে করোনা-আক্রান্তে সংখ্যা। একলাফে ১০ জন করোনা-আক্রান্তের সংখ্যা বেড়েেেছ। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০। মোবাইল ফোন থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস। রুখবেন কী করে? জেনে নিন সহজ উপায়। বিশ্বজুড়ে করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১,২৬,৩৮০, মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩৪। ভাইরাস এবং ব্যাক্টেরিয়া সংক্রমণের মূল মাধ্যম হতে পারে আপনার হাতের মুঠোফোন। এই ফোন মারফত ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। পাশাপাশি যদি আপনি ফোনে কথা বলেন, তাহলেও ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। মোবাইল ফোন মারফত আক্রান্ত কীভাবে ছড়ায় ঈঙঠওউ-১৯ : বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মোবাইল ফোন থেকে যে কোন ভাইরাস সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি। সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরমুহূর্তেই যদি মোবাইল ধরেন, সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। মোবাইল ফোন ধরার পর যদি সেই হাত মুখের কোথাও স্পর্শ করেন, তাহলে সংক্রমণের আশঙ্কা থাকে। সংক্রমণ রুখতে কীভাবে ব্যবহার করবেন ফোন : আপনার ব্যবহৃত রুমালের সঙ্গে একই পকেটে মোবাইল রাখবেন না। কল রিসিভ করুন হেডফোনের মাধ্যমে। ফোনটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, হেডফোনটিকেও স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখুন। নিজের মোবাইলকে জীবাণুমুক্ত রাখবেন কীভাবে : এ্যালকোহল-যুক্ত এমন কোন ওয়াইপস দিয়ে আপনার মোবাইল স্ক্রিন দিনে দুবার পরিষ্কার করুন। আপনার মোবাইল স্ক্রিন যদি IP68 Water-Resistant হয়, তাহলে জল, সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন মোবাইল স্ক্রিন। টিস্যু দিয়ে মোবাইল ফোনের প্রতিটা কর্নার ভাল করে পরিষ্কার করুন। গ্যাজেট পরিষ্কার করার পর নিজের হাত ভাল করে পরিষ্কার করতে ভুলবেন না।
×