ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আখতারুল ইসলাম

মহাকাব্যের কবি

প্রকাশিত: ০৭:২২, ২১ মার্চ ২০২০

 মহাকাব্যের কবি

শেখ মুজিবুর স্বপ্ন সাহস প্রাণ ভরা এক সুর রক্ত শিরায় বয়ে চলা নদ স্রোতের সমুদ্দুর। শেখ মুজিবুর বন্ধু সবার ভালোবাসাময় ঘর সবাই পেয়েছে স্নেহের ছোঁয়া কেউ ছিল না তো পর। শেখ মুজিবুর অমর কবিতা গল্প উপন্যাস শত বছরের বুক ছিড়ে ওঠা বাংলার ইতিহাস। শেখ মুজিবুর স্বাধীনতার সে মহাকাব্যের কবি মানচিত্রের মাঝে হেসে ওঠে লাল সবুজের ছবি। শেখ মুজিবুর বাতাসের মতো ফুসফুসে সেই থাকে বুকের মধ্যে যতন করেই বাংলার ছবি রাখে। শেখ মুজিবুর পৃথিবীতে শুধু জন্মেছে একজন তার শোকে ভাই কাঁদছে সবাই কাঁদছেরে এই মন।
×