ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিবচরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ॥ উপজেলার মধ্যে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৭:১৯, ২০ মার্চ ২০২০

শিবচরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ॥ উপজেলার মধ্যে বাস চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ করোনা ভাইরাস সম্পর্কে শুক্রবার বিকেলে শিবচর থানায় জরুরী সংবাদ সম্মেলনে করে ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা বলেন, প্রাথমিকভাবে শিবচরের চারটি এলাকা শনাক্ত করা হয়েছে। শিবচর পৌরসভার দুটি ওয়ার্ড ও পাঁচ্চর ইউনিয়নের একটি গ্রামে এবং দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের একটি গ্রাম। এ সব এলাকার প্রবেশ পথ বা বাহির হওয়ার পথ আমরা নিয়ন্ত্রণ করবো। এখানে যেন কেউ বাহির থেকে প্রবেশ করতে না পারে। যারা প্রবাসী আছেন তারা যেন অবাদ ঘোরাফেরা না করে এটাও দেখবো। যারা হোম কোয়েন্টাইনে আছেন তাদের কঠোর নজরদারিতে রাখবো। নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য যারা ভালো আছে তারা ক্রয় নিয়ে যাবে। আমাদের সকল পুলিশ সদস্যদের সকল ছুটি বাতিল করা হয়েছে। এ এলাকার জন্য ২৫০ জন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। এখানে আরো পুলিশ সদস্যের প্রয়োজন হলে আমারা বাড়াবো। করোনার অজুহাতে কোন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন কেউ বাড়াতে না পারে সে দিকে নজর রাখবো। মাইকিং করে, লিফলেট বিতরণ করে সাধারন মানুষকে সচেতন করা হচ্ছে। আমরা সবাই মিলে শিবচরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। ইতালি থেকে আসা এক প্রবাসীর জন্য শিবচরের একই পরিবারের ৮ জন আক্রান্ত হয়েছে। আমরা সচেতনতা বৃদ্ধি করছি। প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহবুব হোসেন, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবিদ হোসেন, ওসি আবুল কালাম আজাদ প্রমুখ। করোনা ভাইরাস সংক্রমন এড়াতে মাদারীপুরের শিবচর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পৌরসভার ২টি ওয়ার্ড ও ২টি গ্রামের জনগনের চলাচলে সীমবদ্ধতা মেনে চলতে নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিভিন্ন বাজারের বেশ কিছু দোকান বন্ধ দেখা গেছে। করনীয় নির্নয়ে উপজেলা প্রশাসন, আইইডিসিআর, স্বাস্থ্য বিভাগ, পুলিশ কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করছেন। ওই ৪টি এলাকার মানুষদের হোম কোয়ারেন্টাইন মানার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক জরুরী সভার আয়োজন করে করোনা সংক্রমন এড়াতে শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ১টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষনা করে। এসকল এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়েছে। উপজেলার গণপরিবহন বন্ধ ঘোষনা করে প্রশাসন। এ ঘোষনার পর শুক্রবার সকাল থেকেই উপজেলাটি থেকে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন বাজারের বেশ কিছু দোকান বন্ধ দেখা গেছে। বিভিন্ন স্থানে জনসমাগমও কম দেখা গেছে। বাজারগুলোতে খাদ্য মজুদ করতে দেখা গেছে সাধারন মানুষকে। করনীয় নির্নয়ে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন, আইইডিসিআর, স্বাস্থ্য বিভাগ, পুলিশ কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করছেন। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশাঙ্ক ঘোস, আইইডিসিআর কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা সংক্রমন এড়ানোর জন্য শিবচর পৌরসভার ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের ২টি গ্রামের জনগনের চলাচল সীমিত করা হয়েছে। বাজারের দোকানপাট খোলা থাকবে। তবে জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ রইলো। এটাকে আমরা কনটেইমেন্ট বলছি।
×