ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীর বাজার গুলিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুন

প্রকাশিত: ০৫:২৬, ২০ মার্চ ২০২০

পটুয়াখালীর বাজার গুলিতে নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ করোনাভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম কয়েক গুন বাড়িয়ে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে চাল, ডাল, ডিম, পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকা সত্বেও কতিপয় অসাধু ব্যবসায়ী চরাদামে বিক্রি করছে নিত্যপণ্য। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। পরিস্থিতি মোকাবেলায় পটুয়াখালী জেলা প্রশাসন মেবাইলকোর্ট করে ১০ জন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে। কিন্তু তাতেও নিয়ন্ত্রনে আসছে না পরিস্থিতি। শহরের পুরাতন বাজার, নিউ মার্কেট, নতুন বাজার, হেতালিয়া বাধঘাটসহ বিভিন্ন বাজার গত ১০ দিনের ব্যবধানে প্রকার ভেদে বিভিন্ন প্রজাতির চালে মনপ্রতি ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া পিয়াজ, রসুন, আদা, আলু, ডিমসহ অন্যান্য কিছু ভোগ্যপন্য ১০ দিনের ব্যবধানে ১০ থেকে ৪০ টাকা বেড়েছে। ব্যবসায়িরা জানান, করোনার কারনে বাজারে ভোগ্যপন্যের সংকট দেখা দিতে পারে এমন আশংকায় বাজারগুলিতে ক্রেতারা হুমরি খেয়ে পরছে। এ সুযোগ নিচ্ছে দোকানীরা। ক্রেতাদের এ বেহাল অবস্থার সুযোগ নিচ্ছে পাইকারি বিক্রেতারা। তারাও দাম বাড়িয়ে দিয়েছে। অথচ বাজারে নিত্যপণ্যের কোন সংকট নেই। অসাধু পাইকারি ব্যবসায়ীরা নিজেরা লাভবান হওয়ার জন্য কৃত্তিম সংকট তৈরি করছে। খুচরা বিক্রেতারা জানান, বাজারে পণ্যের চাহিদা বেশি, তাই দাম বেশি। পণ্যের চাহিদা কমলে, দাম কমবে। ক্রেতাদেরও দায়িত্বশীল আচরণ না করলে এমন ঘটনা বছরের পর বছর চলতেই থাকবে। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও তা যথেষ্ট নয়। জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া জানান তাদের গধ বাধা কথা। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। কোথাও মূল্য বৃদ্ধির খবর পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
×