ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে করোনায় আক্রান্ত পেঁয়াজ বাজার

প্রকাশিত: ০৪:৪১, ২০ মার্চ ২০২০

আদমদীঘিতে করোনায় আক্রান্ত পেঁয়াজ বাজার

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ বগুড়ার আদমদীঘি উপজেলায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কারনে আমদানী কম এই অজুহাত দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা রাতারাতি এই নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটে নিচ্ছে অবৈধ মুনাফা। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সারা দিন ও রাত ১০টা পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহর সহ সব হাট-বাজারে দেশী নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে মান ভেদে প্রতি কেজি ৩৫টাকা থেকে ৪০টাকা কেজি। আজ শুক্রবার সকাল হতেই সেই পেঁয়াজের দাম এক লাফে ডবল হয়ে গেছে। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দামে। আবার কোন কোন দোকানি প্রতি কেজি ৮০টাকা চেয়ে বসছেন। অসাধু ব্যবসায়ীদের কারসাজীর ব্যাপারে ভোক্তা সাধারণকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ না করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর পাশাপাশি নানা ভাষায় গালমন্দ করতে শোনা গেছে।
×