ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতছড়িসহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: ০৪:৩৭, ২০ মার্চ ২০২০

সাতছড়িসহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব সংবাদাতা, হবিগঞ্জ ॥ জেলার চুনারুঘাটে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার র্কাযালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। অন্যদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখার পাশাপাশি সকল ধরণের কোচিং সেন্টার ও বাসা বাড়িতে ব্যাচ পড়ানোও বন্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুনারুঘাট একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা অভায়ারণ্য ও গ্রিনল্যান্ড পার্কে প্রতিদিন হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে। স্কুল কলেজ বন্ধ হওয়ায় এ এলাকায় পর্যটক বেড়ে যায়। তাই জেলা প্রশাসনের নির্দেশক্রমে এ সকল পর্যটন এলাকা সাময়িক বন্ধ করা হয়েছে। সেই সাথে পর্যটকদের ভ্রমণে প্রবলভাবে নিরুৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের আনুরোধ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন জানান, ১৯ মার্চ পর্যন্ত ৮ জন প্রবাসীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সৌদি ও দুবাই প্রবাসী। আগত প্রবাসীরা এখন পর্যন্ত সবাই ভালো আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন চা বাগান এলাকা ঘুরে দেখা গেছে, শ্রমিকরা সর্তকতার সাথে কাজে যোগদান করছেন। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে।
×