ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ॥ কোয়ারেন্টাইনে ১৬

প্রকাশিত: ০৪:২৩, ২০ মার্চ ২০২০

বাঁশখালীতে করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ॥ কোয়ারেন্টাইনে ১৬

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতেও প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা।ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও মরনব্যাধী এই ভাইরাস নিয়ে অপপ্রচারের ফলে সাধারণ মানুষ আতংকিত হয়ে পডছে|আজ শুক্রবার সকাল পর্যন্ত বাঁশখালীতে ১৬ জন প্রবাসী এলাকায় ফিরে আসার তথ্য উপজেলা ও থানা প্রশাসনের কাছে রয়েছে বলে জানিয়েছেন |যারা প্রবাস থেকে এসে প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা রয়েছে তারা আছেন কি না তা সরজমিনে দেখার জন্য বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে প্রশাসনের একটি টিম সার্বক্ষনিক তদারকি করে যাচ্ছে ।এদিকে তাদের মধ্যে বৈলছড়ির বাহরাইন থেকে আসা হামিদ আলী হোম কোয়ারেন্টাইন না মেনে বাইরে ঘোরাঘুরি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়া সরল ইউনিয়নে বৃহস্পতিবার রাতে একটি ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল এবং বৈলছড়ি ইউনিয়নে একটি ওয়াজ মাহফিল চালু অবস্থায় জনসমাগম রোধে ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ওয়াজ মাহফিল দু’টি বন্ধ করে দেয়া হয়েছে।অপরদিকে কোনো কোচিং সেন্টার চালু আছে কি না তা তদারকি করা হয়। সকল কোচিং সেন্টারই বন্ধ অবস্থায় পাওয়া যায় এবং সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধের নোটিশ ঝুলতে দেখা যায়। এদিকে দুয়েকজন প্রবাসী তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার খবরও পাওয়া গেছে।বুধবার থেকে প্রশাসনের সাথে সকল জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের নিয়ে জরুরি মিটিং করা হয়েছে।প্রতিটি এলাকায় যারা প্রবাস থেকে আসবেন তাদের অবশ্যই চিকিৎসা এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।যারা এটা অমান্য করবেন তাদের আইনের আওতায় আনার হুমকি দেয়া হয়েছে।এদিকে স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চিকিৎসা নিশ্চিত করব কিন্তু নিয়ম মেনে না চললে আইনি ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।’তিনি বলেন, ‘আমাদের সকল স্বাস্থ্যকর্মীকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। সেই অনুসারে তারা মাঠে তথ্য সংগ্রহ ও চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নেবেন।’ এদিকে বাঁশখালী থানার পক্ষে ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম বাঁশখালীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং থানার সামনে সচেতনতামূলক বেসিন ও হ্যান্ডওয়াশ দেয়া হয়েছে। যারা থানায় ঢুকবেন তারা যেন হাত ধুয়ে প্রবেশ করে এ নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম বলেন, ‘আজ শুক্রবার সকাল থেকে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে হোম কোয়ারান্টাইনে থাকা লোকজন সত্যিকার অর্থেই বাসায় থাকছেন কি না তা নিশ্চিত করতে বাসায় বাসায় ইউএনও স্যার সহ তদারকি করা হয়। সারাদিন কাউকে হোম কোয়ারেন্টাইনের বাইরে না পেলেও বৈলছড়ি ইউনিয়নে বাহরাইন হতে গত রাতে ফেরত এজাহার মিয়ার পুত্র মো. হামিদ আলীকে বাজারে ঘোরাফেরারত অবস্থায় পাওয়া যায়। তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় ১০ হাজার টাকা জরিমানা এবং হোম কোয়ারেন্টাইনে পরবর্তী ১৪ দিন থাকবে সেই অঙ্গীকার নেয়া হয়।’সরল ও বাহারচডা ইউনিয়নে বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল এবং বৈলছড়ি ইউনিয়নে একটি ওয়াজ মাহফিল চালু অবস্থায় জনসমাগম রোধে ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ওয়াজ মাহফিল দু’টি বন্ধ করে দেয়া হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘আজ শুক্রবার সকাল পর্যনত ১৬ জন প্রবাস ফেরতের তথ্য প্রশাসনের কাছে রয়েছে। তাদের যথাযথ নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একজন না মানায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমিটি ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে মিটিং করা হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তাদের অবশ্যই চিকিৎসা এবং যারা এটা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×