ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি

প্রকাশিত: ০৩:৫৬, ২০ মার্চ ২০২০

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি

সংবাদদাতা, শ্রীমঙ্গল ॥ শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারও এসেছে নতুন অতিথি। ফাউন্ডেশনের খাঁচার মধ্যে একটি মেছো বাঘ দুটি বাচ্চা দিয়েছে। এর বয়স এখন ২ দিন। মেছো বাঘের শাবক দুটি তার মায়ের দুধ পান করছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান, শুক্রবার ভোর রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় পোষা মেছো বাঘটি তৃতীয় বারের মতো এ শাবক দুটির জন্ম দেয়। জন্মের পর শাবকটিকে তার মা সহ আলাদা করে প্রথক একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবাজতœ ও খাবার দেয়া হচ্ছে। মা মেছো বাঘটি তার শাবক দুটিকে পরম মমতায় তার বুকে জড়িয়ে ধরে রাখছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, দুটি বাচ্চা ও মা সুস্থ আছে। বাচ্চাগুলোর নিরাপত্তা ও সুস্থতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
×