ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাধবপুরে টমটম চালককে হত্যা

প্রকাশিত: ০২:৩১, ২০ মার্চ ২০২০

মাধবপুরে টমটম চালককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ ॥ মাধবপুরে আব্দুল আওয়াল (১৮) নামে এক টমটম চালককে জবাই করে হত্যা করেছে ঘাতকরা। তিনি উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ উপজেলার সুরমা চা বাগানের কিবরিয়াবাদ সেকশন থেকে নিহতের লাশ উদ্ধার কর আজ শুক্রবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ ঘাতকরা পরিকল্পিতভাবে চালক আব্দুল আওয়ালকে চা বাগানের ভিতর নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। নিহতের মামা শাহজাহান মিয়া জানান, বুধবার বেলা ১১ টার দিকে আব্দুল আওয়াল নোয়াপাড়া বেঙ্গাডোবা বাড়ি থেকে টমটম চালাতে ঘর থেকে বের হন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল এবং তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না । বৃহস্পতিবার বিকেলে চা বাগানের রাখালরা কিবরিয়াবাদ সেকশনে একটি রক্তাত্ব মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তেলিয়াপাড়া ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা মরদেহ উদ্ধার করলে আমরা আব্দুল আওয়ালের লাশ সনাক্ত করি। শাহজাহান মিয়ার অভিযোগ ঘাতকরা পূর্ব বিরোধের জের ধরে আওয়লকে চা বাগানে নিয়ে খুন করেছে। এ ঘটনায় সুনিদিষ্ট ব্যাক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছি। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর বলেন, এটি নিশ্চিত একটি হত্যাকান্ড খুনিদের ধরতে পুলিশ ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে।
×