ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের শিবচরে ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ

প্রকাশিত: ০২:০৫, ২০ মার্চ ২০২০

মাদারীপুরের শিবচরে ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বৃহস্পতিবার সন্ধা ৭টা থেকে ২৪ ঘন্টার জন্য শিবচরে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান, ফার্মেসি ও জরুরী সেবা ব্যতীত প্রায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রয়েছে। লকডাউন নয় করোনা প্রতিরোধে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন শিবচর উপজেলা প্রশাসন। একই সাথে জন-সমাগম এড়াতে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি করোনা ঝুঁকিতে মাদারীপুরসহ শিবচর ও ফরিদপুরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধে জরুরী সভার আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন। সভায় জনসমাগম এড়াতে যেখানে সেখানে অবাধ বিচরণ ও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলায় প্রবাসী রয়েছে প্রায় পাঁচ হাজার। সম্প্রতি ইটালিসহ বিভিন্ন দেশ থেকে শিবচরে ফেরত এসেছে ৬শতাধিক প্রবাসী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টিতে যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসীদের নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান। এছাড়া কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনাভাইরাসের কারণে উপজেলার ২টি ইউনিয়ন ও পৌরসভার ১টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, যেহেতু শিবচর করোনা ঝুঁকিতে রয়েছে তাই বিশেষ করে বিদেশ ফেরত প্রবাসী নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ জানান। এছাড়া কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানে তাহলে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম জানান, যেসকল এলাকায় করোনা সন্দেহে রোগী আইসোলেশনে রাখা হয়েছে। সেখানকার জনগণের গতিবিধি সীমিত করার লক্ষ্যে শিবচর পৌর এলাকার ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নে কন্টেনমেন্ট করা হয়েছে। যাতে সেই সকল এলাকায় বড়ধরনের কোন জনসমাগম বা বিনা প্রয়োজনে মানুষ ঘোরা ফেরা না করে এ ব্যাপারে বিশেষ অনুরোধ করা হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি স্থানীয় সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে মাদারীপুর তথা শিবচরবাসীকে করোনা প্রতিরোধে সচেতন ভাবে জনসমাগম এড়িয়ে চলে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। । উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, সম্প্রতি করোনা ঝুঁকিতে শিবচরকে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে করোনা প্রতিরোধে জরুরী সভার আয়োজন করা হয়। সভায় জনসমাগম এড়াতে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান (শুধু মাত্র নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান, ফার্মেসি ব্যতীত) ও শিবচরের গণ-পরিবহন জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার সন্ধা ৭টা থেকে শুক্রবার সন্ধা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার জন্য বলবৎ থাকবে।
×