ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে জর্ডান প্রবাসীসহ পাঁচজনকে জরিমানা

প্রকাশিত: ০২:০০, ২০ মার্চ ২০২০

বরিশালে জর্ডান প্রবাসীসহ পাঁচজনকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক জর্ডান প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও চারজনকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের রাজের বাড়িতে জর্ডান প্রবাসী মোখলেচুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস বলেন, জর্ডান থেকে বাড়িতে ফিরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে জর্ডান প্রবাসী মোখলেচুর রহমানকে জরিমানা করা হয়। এছাড়া তার ভাই স্পেন প্রবাসী বিপ্ল¬ব খানকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে পৌর শহরের ৬নং ওয়ার্ডে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে ইব্রাহিম খন্দকারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে করোনাভাইরাসকে পুঁজি করে নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করার অভিযোগে তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×