ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাতিয়া করোনাভাইরাস সংক্রামন সচেতনতায় লিপলেট বিতরণ

প্রকাশিত: ০১:৫৯, ২০ মার্চ ২০২০

হাতিয়া করোনাভাইরাস সংক্রামন সচেতনতায় লিপলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ করোনা ভাইরাস সংক্রামন রোধে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে লিপলেট বিতরণ করেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর ওচখালীতে এ লিপলেট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্বোগে লিপলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এসময় তিনি রিক্সাচালক, পথচারি, দোকানদার ও সাধারণ জনগনের মধ্যে সচেতনতা মুলক এ লিপলেট বিতরণ করেন। এসময় তিনি করোনাভাইরাস থেকে মুক্ত হতে করনিয় নির্দেশনা সবাইকে মেনে চলার আহবান জানান। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। প্রত্যেক ব্যবসায়ীকে নির্দিষ্ট পণ্যের বাজার মূল্য তালিকা স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। কেউ যদি অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করে তাকে মোবাইল কোটের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।
×