ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আ লো চি ত খ ব র

প্রকাশিত: ১১:৫৫, ১৯ মার্চ ২০২০

আ লো চি ত  খ ব র

কনসার্ট বাতিল করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুরে একে একে বন্ধ হতে চলেছে বিনোদিত হওয়ার সব আসর। সম্প্রতি স্থগিত করা হয়েছে নোবেলজয়ী গীতিকার, সঙ্গীতশিল্পী ও লেখক বব ডিলানের কনসার্ট। কথা ছিল, আসছে এপ্রিলে জাপানে গাইবেন এই বিশ্বনন্দিত তারকা। গত শুক্রবার রয়টার্সকে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এপ্রিলে বসন্ত নামবে টোকিও আর ওসাকায়। এই দুই শহরে ১৫টি কনসার্টে গাওয়ার কথা থাকলেও আপাতত সেসব ভুলে যেতে হচ্ছে আয়োজক ও শ্রোতাদের। কারণ রয়াটার্সকে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দুঃখিত। এই আয়োজন বাতিল করতে হচ্ছে। কারণ, সবার আগে মানুষের নিরাপত্তা। আর করোনার চেয়ে বড় সত্য বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আর নেই।’ কেমন আছেন তারা ফরেস্ট গাম্পখ্যাত বিশ্বনন্দিত হলিউড তারকা টম হ্যাঙ্কস সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে জানান তিনি এবং তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত। কথা দিয়েছিলেন, কী হচ্ছে না হচ্ছে, অগ্রগতি, অবনতির হালনাগাদ জানাতে ভুলবেন না। কথা রেখেছেন তিনি। এই তারকা দম্পতি গত ১৩ মার্চ হাসপাতালে একটা হাসিমুখের ছবি দিয়ে জানিয়েছেন, ‘হ্যালো, আপনাদের বলছি। আমার আর রিটার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা এই হাসপাতালে খুব ভাল আছি। সবাই আমাদের অনেক খেয়াল রাখছেন। আমাদের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাসের নাম) রয়েছে বলে সবার থেকে বিচ্ছিন্ন (আইসোলেশন) রাখা হয়েছে। আপাতত আমরা আর এই ভাইরাস ছড়াচ্ছি না।’ করোনায় আক্রান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউড স্টার ইদ্রিস এলবা। ৪৭ বছর বয়সী এই ব্রিটিশ টুইটারে জানিয়েছেন আক্রান্ত হলেও তার মধ্যে উপসর্গ নেই। কিন্তু পরীক্ষা করার পর তার করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। তিনি নিজেই আইসোলেশোনে থাকছেন।
×