ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’

প্রকাশিত: ১১:৫১, ১৯ মার্চ ২০২০

‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান। ইতিহাসের শ্রেষ্ঠ মহানায়কদের অন্যতম। মহান এই নেতার জীবনকৃতি সম্পর্কে আমরা কেবল তার পরিণত বয়সটা কে জানি। কিন্তু বঙ্গবন্ধু তো একদিনে বিশ্ব নেতা হয়ে ওঠেননি। সেই শৈশব থেকে উদার মানসিকতা এবং দৃঢ়তার পরিচয দিয়ে তিনি হয়ে ওঠেন গণমানুষের নেতা। গত ১৭ মার্চ ছিল এই মহতীর জন্মশতবার্ষিকী। বাংলাদেশ সরকার আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতির পিতার জন্মদিন ঘিরে। পুরো বছরটা ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে জনসমাগমের অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়। চালু রাখা হয় ডিজিটাল অনুষ্ঠানের। গত দিন শুরু হওয়ার কথা ছিল তাঁকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিক চলচ্চিত্রে প্রথম মহড়া সেটাও আপাতত স্থগিত করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে এ্যানিমেশন চলচ্চিত্র ‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’ টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠার কাহিনীর আলোকে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যরে এ্যানিমেশন চলচ্চিত্র ‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীল্যাবস লিমিটেডের প্রযোজনায় নির্মিত ১৯ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যরে চলচ্চিত্রটি পরিচালনা করছেন মোঃ হানিফ সিদ্দিকী। মুজিববর্ষের প্রথমদিন ১৭ মার্চ চলচ্চিত্রটি প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট আগামীল্যাবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তসলিমা খানম গণমাধ্যমে বলেন, ‘এই প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমকে তুলে ধরতেই আমরা এই প্রয়াস নিয়েছি। এটি ছোট-বড় সবধরনের দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।’ ইতোমধ্যে এটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে; দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুঙ্গিপাড়ার খোকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠার কাহিনীই তুলে আনা হয়েছে এ চলচ্চিত্রে। চলচ্চিত্রের কাহিনী সম্পাদনা ও নাট্যরূপ দিয়েছেন রুদ্র সাইফুল, তসলিমা খানম ও সানজিদা শারমিন প্রমি। এনিমেটর মোঃ আশিফুর রহমানের নেতৃত্বে আগামীল্যাবসের একঝাঁক তরুণ এনিমেটর ও চিত্রশিল্পীর সম্মিলিত প্রচেষ্টায় ও পৃথ্বীরাজ রঞ্জন নাথের শব্দ কৌশলে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। আনন্দকণ্ঠ ডেস্ক
×