ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে সম্বর্ধনা প্রদান

প্রকাশিত: ০৪:৪৭, ১৬ মার্চ ২০২০

দিনাজপুরে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে সম্বর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার আজীবন সদস্য, নাগরিক ফোরাম দিনাজপুরের সহ-সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য, ক্যাব এর নির্বাহী সদস্য, মুক্তিযুদ্ধকালীন পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর সচিব, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবিরকে সোমবার সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। ঢাকা থেকে প্রকাশিত ‘অবসর জীবন’ ম্যাগাজিনে প্রবন্ধ লেখার জন্য বার বার পুরস্কার পাওয়ার জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান আলহাজ্ব মোকাররম হোসেন খান ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মতিনসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মানা স্মারক প্রদান করেন। উল্লেখ্য মরহুম মোঃ রফিউদ্দিন আহম্মেদ ও মাতা মৃত: তসলিমা খাতুনের পুত্র দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার বাসিন্দা হুমায়ুন কবির অবসর জীবনে প্রবীনদের সুখে-দুঃখ্যে, হাসি-কান্না, ব্যথা-বেদনা নিয়ে একের পর এক লেখা প্রকাশ করে যাচ্ছেন। ইতিপূর্বে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ঢাকাস্থ সোসাইটি অব পার্লামেন্ট ওয়াচ নামের একটি সংগঠন সম্মানা প্রদান করেন। সম্মাননা পাওয়ার পর হুমায়ুন কবির বলেন, প্রবীনদের জন্য আলাদা মন্ত্রণালয় হলে, প্রবীন সুরক্ষা আইন বাস্তবায়ন হবে। প্রবীনরা সিনিয়র সিটিজেন হিসেবে রাষ্ট্রে মূল্যায়ন হবেন। সেদিনের অপেক্ষায় আমি প্রবীনদের নিয়ে কাজ করে যাচ্ছি।
×