ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৯, ১৫ মার্চ ২০২০

ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ বন্ধ থাকবে। এবং আজ রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ রবিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনারে শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ভারত বাংলাদেশের যাত্রীদের সে দেশে প্রবেশ বন্ধ করেছে। আমরাও সে অনুয়ায়ী ভারতের যাত্রীদের প্রবেশ বন্ধ করেছি। বিস মিলনায়তনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা শীর্ষক এ সেমিনার আয়োজন করে বিস। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেমিনারে বক্তব্য আরও বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিস চেয়ারম্যান এম ফজলুল করিম, বিস মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী প্রমুখ।
×