ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বারিধারার জালে মোহামেডানের হালি গোল

প্রকাশিত: ০৯:১৬, ১৪ মার্চ ২০২০

বারিধারার জালে মোহামেডানের হালি গোল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমে মনে হচ্ছিল ড্রয়েই পর্যবসিত হবে ম্যাচটি। কিন্তু শেষ ৩০ মিনিটে টানা তিন গোল করে সেই ধারণাকে মিথ্যে প্রতিপন্ন করে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের এই ম্যাচে (ম্যাচ নং-৩৪) তারা ৪-১ গোলে বিধ্বস্ত করে উত্তর বারিধারা ক্লাবকে। খেলার প্রথমার্থে ১-০ গোলে এগিয়েছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। নিজেদের ষষ্ঠ ম্যাচে এটা ব্ল্যাক এ্যান্ড হোয়াইট খ্যাত মোহামেডানের চতুর্থ জয়। ১২ পয়েন্ট তাদের। এই জয়ে এক লাফে চার ধাপ উন্নতি হয়েছে তাদের। পয়েন্ট টেবিলে আগে ছিল তারা ছয় নম্বরে। এখন আছে দ্বিতীয় স্থানে। তাদের ওপরে আছে শেখ জামাল ধানমণ্ডি। তাদেরও সমান পয়েন্ট। তবে মোহামেডানের চেয়ে ১ ম্যাচ কম খেলেছে তারা। পক্ষান্তরে নিজেদের পঞ্চম ম্যাচে এটা বারিধারার চতুর্থ হার বারিধারার। আগের ১ ড্রয়ে তাদের পয়েন্ট মাত্র ১। এক ধাপ অবনতি হয়ে পয়েন্ট টেবিলে অবস্থান তলানিতে আছে তারা (১৩ দলের মধ্যে ত্রয়োদশ)। এই মৌসুমের শুরুতে ফেডারেশন কাপের গ্রæপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল মোহামেডান। শনিবারের খেলায় উভয় দল খেলা শুরু করে ভিন্ন ফর্মেশনে। বারিধারার ফর্মেশন ছিল ৪-৩-৩। আর ১৯ বারের লীগ শিরোপাধারী মোহামডান খেলে ৪-৪-১ পদ্ধতিতে। প্রথমার্ধে বারিধারা বেশ ভাল ফুটবল খেলে। তারা সমানতালে পাল্লা দেয়। সে তুলনায় মোহামেডানরে খেলা ছিল বেশ অগোছালো ও নিষ্প্রভ যা দেখে হতাশ হন খেলা দেখতে আসা তাদের সমর্থকরা। তবে সময় গড়ানোর সাথে সাথে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমষের ধার বাড়িয়ে দেয় তারা। এর সুফলও পায়। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। হাবিবুর রহমান সোহাগের ফ্রি কিক ডি-বক্সের জটলার ভেতর থেকে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন সুমন রেজা। ৫৩ মিনিটে নয়ন মিয়ার কর্নারে মারুফ আহমেদ প্লেসিং শটে লক্ষ্যভেদ করে সমতায় ফেরান উত্তর বারিধারাকে। ৭১ মিনিটে আবারও লিড নেয় আগের ম্যাচে বসুন্ধরা কিংসকে হারানো মোহামেডান। বাইলাইন থেকে সুলেমানে দিয়াবাতের ক্রসে হেডে জাল খুঁজে নেন আমির হাকিম বাপ্পী। চার মিনিট পর সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে ব্যবধান আরও বাড়ান মালির ফরোয়ার্ড দিয়াবাতে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দিয়াবাতের পাস ধরে প্রতিপক্ষ মার্কার এব ডিফেন্ডারকে ছিটকে দেয়ার পর গোলরক্ষককে কাটিয়ে বাঁ পায়ের চমৎকার শটে মোহামেডানের জয় নিশ্চিত করে দেন ওবি মোনেকে। রেফারি বিটু রাজ খেলা শেষের বাঁশি বাজালে বড় জয়ের চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে ব্রিটিশ কোচ শন লেনের শিষ্যরা।
×