ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল হকির ফাইনালে মুখোমুখি আরমানিটোলা ও কেরামতিয়া স্কুল

প্রকাশিত: ০৯:০৬, ১৪ মার্চ ২০২০

জাতীয় স্কুল হকির ফাইনালে মুখোমুখি আরমানিটোলা ও কেরামতিয়া স্কুল

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির ফাইনালে মুখোমুখি হবে ঢাকার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় এবং রংপুরের কেরামতিয়া স্কুল। দুপুর সাড়ে ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। শনিবার সেমিফাইনালে দিনাজপুরের সরকারী যুবলী স্কুলকে ২-০ গোলে হারায় রংপুরের কেরামতিয়া হাই স্কুল। অপর সেমিতে ঢাকার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে হারায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলকে।
×