ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রায় পাঁচ কোটি টাকার নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ

প্রকাশিত: ০৯:৪৮, ১৩ মার্চ ২০২০

প্রায় পাঁচ কোটি টাকার নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার মিটফোর্ড এলাকার আটটি গোডাউন থেকে প্রায় পাঁচ কোটি টাকার নকল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত বাবুবাজারের সোমেশ্বরী মার্কেটে আটটি কারখানায় অভিযান চালিযে এসব নকল ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। এসময় এসব ওষুধ তৈরির সঙ্গে জড়িত বাবু (৩৪) নামে ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিটফোর্ড এলাকায় নকল ওষুধের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনগুলোতে ৫৩ ধরনের নকল ওষুধ পাওয়া গেছে। আটটি গোডাউনে থেকে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আমরা চাই নকল ওষুধ বিক্রি বন্ধ হোক। তিনি জানান, এসব নকল ওষুধ তৈরির সঙ্গে ৮/৯ জন জড়িত। বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, যারা নকল ওষুধ মজুদ করেছে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
×