ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় কালো সোনা পেঁয়াজ বীজ এর বাম্পার ফলন

প্রকাশিত: ০৫:২২, ১৩ মার্চ ২০২০

মাগুরায় কালো সোনা পেঁয়াজ বীজ এর বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মাগুরায় কালো সোনা পেঁয়াজ বীজ চাষ সম্প্রসারিত হচ্ছে । কালোসোনা বলে ক্ষ্যাত পেঁয়াজবীজ চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এই চাষে ঝুঁকে পড়েছে। জেলায় পেয়াজ বীজ চাষ সম্প্রসারিত হচ্ছে । কালোসোনা বলে ক্ষ্যাত পেয়াজ বীজ জেলার বিভিন্ন এলাকায় চরগোয়ালপাড়া , হরিনাডাঙ্গা , আমলসার , হাজরাতলা , শ্রীকোল প্রভৃতি গামে প্রায় একশত হেক্টর জমিতে বানিজ্যিকভাবে চাষ হয়েছে । পেয়াজবীজ চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এই চাষে র্কসকরা দিন দিন ঝুঁকে পড়েছে। চৈত্র মাসে গাছ থেকে পেয়াজ বীজ সংগ্রহ করা হবে। এই বীজ থেকে চারা তৈরী করে জমিতে রোপন করা হবে। মাগুরা পেয়াজ চাষ সম্প্রসারিত হওয়াতে জেলায় পেয়াজ বীজের ব্যাপক চাহিদা তৈরী হয়েছে। প্রতি কেজি পেয়াজ বীজ এক হাজার টাকা দরে বিক্রি হয়। মাগুরার উৎপন্ন পেয়াজ দেশের বিভিন্ন জেলায় চালান যায়। জেলার অনেক কৃসক পেয়াজ বীজের চাষ করে স্বাবলম্বী হয়েছে। কৃষি বিভাগ থেকে পেয়াজ বীজ চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগীতা করা হচ্ছে।
×