ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ॥ আহত-১৫

প্রকাশিত: ০৫:০৮, ১৩ মার্চ ২০২০

আড়াইহাজারে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ॥ আহত-১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের গাজীপুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার গাজীপুরা এলাকায় গিয়াসউদ্দিন গং ও মনির গংদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষই দা, ছুরি, লাঠিসোটা ও অন্যান্য দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদেরকে মধ্যে ১২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো-গিয়াসউদ্দিন, তাসলিমা, জালালউদ্দিন, নুর মোহাম্মদ, নাজমা, শুকুরি, তাজিমউদ্দিন, বিল্লাল, মনির, হালিম, শহিদউল্যাহ ও সুমাইয়া। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই দু’টি অভিযোগ দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×