ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় নারীর গলাকাটা লাশ উদ্ধারের প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত: ০৮:৪৪, ১১ মার্চ ২০২০

ভালুকায় নারীর গলাকাটা লাশ উদ্ধারের প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের কুমাড়ঘাটা এলাকার বাঁশবাগান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনার প্রধান আসামী নিহতের সাবেক স্বামী আব্দুল মতিন (৪৫)কে হত্যার ঘটনার ১১দিন পর ভালুকা মডেল থানা পুলিশ আজ বুধবার দুপুরে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ফুঁটি গ্রাম থেকে গ্রেফতার করে। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা লুঙ্গী উদ্ধার করা হয়। থানা সূত্রে জানাযায়, ঘটনার পর থেকে নিহত হেনা আক্তারের সাবেক স্বামী মেদুয়ারী গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল মতিন আত্মগোপন করেন। ঘটনার পর থেকে পুলিশ তাঁকে হন্যে হয়ে খোঁজ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনের নেতৃত্বে আব্দুল মতিনের ফুফারবাড়ি ত্রিশাল উপজেলার ফুঁটি গ্রামের আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করেন। তাঁর স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত একটি ছুরি তাঁর চাচা হাফিজ উদ্দিনে আনারস বাগান থেকে ও মতিনের পরনের রক্ত মাখা একটি লুঙ্গী তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×